লালমনিরহাটের বুড়িমারীতে গুজব ছড়িয়ে আবু ইউনুস মোঃ শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় নতুন করে আবু কালাম ওরফে গামছা কালাম (২৯) কে ৫ দিনের ও জি এম মানিক এর ৩ দিনের জন্য রিমান্ডের আবেদন করে লালমনিরহাট ডিবি পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারক ফেরদৌসী বেগম এর আদালতে আবু কালাম ওরফে গামছা কালাম (২৯) ও জি এম মানিককে রিমান্ড শুনানীর জন্য আনয়ন হয়। পরে আদালত শুনানী শেষে উভয়ের ৩ দিনের করে রিমান্ড মঞ্জুর করে।
এদিকে বৃহস্পতিবার রাত ৯ টায় ফরিদুল ইসলাম ওরফে ঘোটো কে বুড়িমারী বাজার হতে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বাড়ী উফার মারা নাটার বাড়ী বলে জানিয়েছেন লালমনিরহাট ডিবি পুলিশ পরিদর্শক মোঃ মাহমুদুন্নবী।
তিনি আরও বলেন, রিমান্ডে নেয়া আসামীদের ৪ জন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।
এদিকে ৩ মামলায় গ্রেফতার ফরিদুল ইসলাম ওরফে ঘোটো ৩৭ কেও ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ। তাকে বুধবার দুপুরের পর আদালতে নেয়া হবে বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশ পরিদর্শক মোঃ মাহমুদুন্নবী।
বুড়িমারীতে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনায় ৩ মামলায় মোট ১৫ জনকে বিভিন্ন মেয়াদে জিজ্ঞসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে লালমনিরহাট ডিবি পুলিশ। এ নিয়ে ৩ মামলায় মোট ৩৯ জন আসামীকে গ্রেফতার করা হল।