মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার বলেই সারা দেশের মত পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নের কাজ তরান্বিত হচ্ছে।
মন্ত্রী বিকেলে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দিঘীরজান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিগত দু’বছরে জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু মনিন্দ্র লাল হালদারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান বাবু অমূল্য রঞ্জন হালদার ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আবদুল লতিফসহ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মন্ত্রী এর আগে দিঘীরজান জিসি টু মাটিভাঙ্গা জিসি রাস্তার সংস্কার, প্রসস্তকরন এবং ফলক উম্মোচন করেন।