ফরিদপুরে কৃষিপণ্যের পোস্ট হারভেস্ট হ্যান্ডেলিং, প্রসেসিং এ- প্যাকেজিং বিষয়ক কৃষক ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ প্রকল্পের আয়োজনে সদর উপজেলার হল রুমে বুধবার দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইউসুফ।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি বিপণন অধিদপ্তর জোরদারকরণ প্রকল্পের পরিচালক (উপসচিব) শাহনাজ বেগম নীনা, ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. হজরত আলী, জেলা বাজার কর্মকর্তা মো. সাহাদাত হোসেন প্রমুখ।
দিনব্যাপী প্রশিক্ষনে সদর উপজেলা ও সদরপুর উপজেলার পেঁয়াজ ও সবজি চাষি, ব্যবসায়ী ও উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।