পিরোজপুরের কাউখালীতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র থানা পুলিশের হাতে গ্রেফতার। পুলিশ সূত্রে জানা যায়, চিরাপাড়া গ্রামের আলম হাওলাদার (৫০)ও তার ছেলে নাসিম ওরফে রেজাউল (২০) দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে সোমবার রাতে চিরাপাড়া বেইলী ব্রীজ সংলগ্ন আসামি আলম হাওলাদার এর বাড়ীর রান্না ঘরের ১০ফুট দূরে বালুর নীচে রাখা তিনটি সুইটি বিস্কুটের টিনের মধ্যে থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে মামল নং ১২, তারিখ ২৪.১১.২০২০। মঙ্গলবার সকালে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগেও নাসিম ওরফে রেজাউল এর বিরুদ্ধে কাউখালী থানায় মাদক দ্রব্য আইনে দুইটি মামলা রয়েছে।