বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ১৩ নং ওয়ার্ডে জাতীয়তাবাদী কৃষক দল মহানগরের উদ্দ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষে প্রান্তিক ২০০ জন কৃষক নারী-পুরুষর মাঝে আসন্ন শীতকালীন শাক-সবজীর বীজ বিতরন করেন - জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও রংপুর মহানগরের আহ্বায়ক শাহ্ নেওয়াজ লাবু, মহানগর মহানগর কৃষকদলের সিনিয়র আহ্বায়ক মোঃ ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহ্বায়ক মাহামুদ্লু হাসান (হাসান), ইকবাল ইমাম শাহিন সদস্য রোস্তম আলী, ২১ নং ওয়ার্ডের আহ্বায়ক খন্দকার রায়হান কবির, সদস্য সচিব মোঃ মাইমুর ইসলাম রতম সহ ১৩ নং ওয়ার্ডের আহ্বায়ক - মোঃ নুরুল ইসলাম ,যুগ্ম আহ্বায়ক মোঃ মাহমুদুর নহমান, মোঃ মমদেল, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম, সদস্য মোঃ রাশেদুল ইসলাম মোঃ আবু তালেব, মোঃ গোলাম রব্বানী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। রংপুর মহানগর কৃষক দল দুঃস্থ গরীব অসহায় নাড়ী -পুরুষের মাঝে লাউ, টমেটো, ঢেঁরশ, কলমিশাক, লালশাক, পুইশাক, সিম, বরবটির বীজ বিতরন করে।