সোমবার মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মহাদেবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, এসআই এমদাদ হোসেন ও এএসআই মনিরুজ্জামান, এএসআই নুর ইসলাম, এএসআই শামীম ও এএসআই ইউসুফ উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের শিবরামপুর উত্তরপাড়া গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজা, ১৪ গ্রাম হেরোইন ও ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মদক ব্যবসায়ী আবদুল জলিলের ছেলে সাহেব আলী (৫২) ও তার ভগ্নিপতি মোনাস আলীর ছেলে এরশাদ আলীকে (৩২), উপজেলার রাইগাঁ ইউনিয়নের শহরাই গ্রাম থেকে কোর্টের ওয়ারেন্টমূলে আহাদ আলীর ছেলে মহসীন আলীকে (৫৬) এবং উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাটি শিবপুর থেকে ১০ লিটার চোলাই মদসহ মৃত পালান চন্দ্র দাসের ছেলে পলাশ চন্দ্র দাস (৪২) ও সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর থেকে মৃত দিদার মন্ডলের ছেলে খলিল উদ্দিনকে আটক করেন।
এব্যাপারে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।