ভা-ারিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের উদ্যোগে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে তিন দোকানিকে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকির অংশ হিসেবে ভা-ারিয়া বাজারে প্রসাধনির দোকানে প্রসাধনির মেয়াদ উত্তীর্র্ণের তারিখ উল্ল্যেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীনে ১ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়। এ তিনটি দোকানের মধ্যে রয়েছে সোহাগ কসমেটিক্স, জাকির কসমেটিক্স ও চয়েজ টেলিকম অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো: শাহ শোয়াইব মিয়া এ সময় সহায়তা করেন থানার কর্মকর্তা ও ফোর্স।