বাংলাদেশ স্কাউটস পিরোজপুর জেলার ভা-ারিয়া উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম নবীন, কমিশনার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল আলম এবং সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আজাদ নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ স্কাউটস ভা-ারিয়া উপজেলা ত্রি বার্ষিক কাউন্সিলে সোমবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সাবেক সম্পাদক, বাবু বিধান চন্দ্র চক্রবর্তী, সহকারী পরিচালক, বাংলাদেশ স্কাউট, পিরোজপুর জেলা, মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ, আবু কাওছার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হিমাদ্রি শেখর দেবনাথ, মোঃ হারুন অর- রশিদ, প্রধান শিক্ষক মোঃ হাদিসুর রহমান, মোঃ মনিরুজ্জামান, মোঃ আবদুর রাজ্জাক, সহকারী শিক্ষক মোঃ রেজাউল আহসান রাজু প্রমুখ।
২৭ সদস্য বিশিষ্ট কমিটির পদাধিকার বলে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম, নির্বাচিত কমিশনার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল আলম এবং সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আজাদ।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হচ্ছেন, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবু কাওছার, প্রধান শিক্ষক মোঃ হাদীসুর রহমান, মোঃ মনিরুজ্জান, আবদুর রাজ্জাক, বাবু বিধান চন্দ্র চক্রবর্তী, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক রাম প্রসাদ, সহকারী কমিশনার, অধ্যক্ষ শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসা, অ্যাকাডেমিক সুপারভাইজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মোঃ নজরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হিমাদ্রি শেখর দেবনাথ, মোঃ হারুন অর রশিদ, প্রধান শিক্ষক সঞ্জিব কুমার মজুমদার, মোঃ জুলফিকার আলী, সজল কুমার রায়, যুগ্ম সম্পাদক মোঃ ছাইদুর রহমান সুমন, উপজেলা স্কাউট লিডার আবদুল আলিম, উপজেলা কাব লিডার মোঃ রেজাউল আহসান রাজু।
গ্রুফ কমিটির সভাপতি প্রতিনিধি, প্রধান শিক্ষক আবদুল খালেক মাতুব্বর, শিরিন আক্তার, আজমেরী পারভীন, মোঃ শহীদুল ইসলাম মল্লিক, সহযোগি সদস্য প্রভাষক মোঃ মনোয়ার হোসেন পলাশ, সহকারী শিক্ষক তপন কুমার দাস, মিতু রানী, ফারজানা শারমিন।