খুলনার পাইকগাছায় নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র বিশ্বাসকে চিকিৎসার্থে আর্থিক সহাতা দেয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় এ সংবর্ধণা ও সহায়তা দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বচিত উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টুকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এ ছাড়া লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু সুবোল চন্দ্র মন্ডল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসার্থে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর ৫হাজার এবং ৬নং লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কেএম আরিফুজ্জামান (তুহিন) ১০হাজার টাকা প্রদান করেন।