খুলনার পাইকগাছায় থানা পুলিশের চলমান অভিযানে শাহিন সানা নামে ভবঘুরে ও মাদকাসক্ত এক ব্যাক্তি আটক হয়েছেন। রোববার গভীর রাতে উপজেলার চাঁদখালী ইউপির কাটাখালী বাজার থেকে এএসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শাহিনকে আটক করেন। সে কয়রা থানার মদিনাবাদ গ্রামের হামিদ সানার ছেলে। সোমবার শাহিনকে আদালতে প্রেরণের কথা বলে ওসি মোঃ এজাজ শফি জানান, কয়রা থানায় শাহিনের বিরুদ্ধে মাঃ নং ১৩/২০৯ ও মাঃ নং ১৯/১২ দুটি নিয়মিত মামলা রয়েছে।