রংপুরের পীরগাছায় পোল্ট্রি খাদ্য ও একদিন বয়সের বাচ্চার মুল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে এবং উৎপাদিত ডিমের ন্যায্য মুল্যের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার ২ শতাধিক পোল্ট্রি খামারী। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন, রংপুর জেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির সহ-সভাপতি শামসুজ্জামান খাঁন, সাধারন সম্পাদক আরমানুর রহমান লিংকন, উপজেলা পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম জালাল, সাধারন সম্পাদক এটিএম মোজাহিদুল ইসলাম মিলন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ শামীম, দপ্তর সম্পাদক মনজুর হোসেন নয়ন, প্রচার সম্পাদক আবুল হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।