সোমবার জেলার মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে কালাম শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ওই গ্রামের জলিল শেখের ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানান রাঘদি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন এবং সাবেক চেয়ারম্যান সাইদুর রহমানের টুটুলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকাল সাড়ে আটটার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে অন্যান্য আহতদের সাথে কালাম শেখও আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে প্রতিবেশী মাদারীপুর জেলার রাজৈর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহতদের মধ্যে ৪ জনকে ফরিদপুর,৬ জনকে মাদারীপুর জেলার রাজৈর এবং অন্যান্যের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। আমরা এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে লাশের ময়না তদন্ত রিপোর্ট দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েনকরা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য।