সদর উপজেলার গোপীনাথপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেনের উপর হামলাকারীদের গ্রেফতার এবং সুবিচারের দাবীতে গোপালগঞ্জে বিএমএ’র উদ্যোগে সোমবার অবস্থান ধর্মঘট ও কর্মবিরতি পালন করা হয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসুচির ঘোষনা আসতে পারে বলে চিকিৎসরা জানিয়েছেন। হাসপাতালের জরুরী বিভাগ,করোন চিকিৎসা ও করোনা টেষ্ট কর্মবিরতি কর্মসুচির বাইরে রয়েছে বলেও তারা জানান।
অবস্থান ধর্মঘটে বিএমএ গোপালগঞ্জ শাখার সভাপতি ডা.মাইনুদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক ডা. হুমায়ুন কবীর,গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের সহকারি পরিচালক ডা.অসিত মল্লিক,শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. খান গোলাম মোস্তফা,সিভিল সার্জন অফিসের এমও ডা.সাকিব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালের জরুরী বিভাগের সামনে অবস্থান ধর্মঘট চলাকালে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়,২৫০ বেড হাসপাতাল,শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ,বেগম ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু ইন্সটিটিউট ও প্রশিক্ষন কেন্দ্রসহ জেলার ৫ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কোন চিকিৎসক কার্যক্রম পরিচালনা না করে বিএমএ গোপালগঞ্জ শাখা কর্তৃক আহূত কর্মসুচিকে সমর্থন জানায়।
চিকিৎসকরা হামলাকারী নাজিম খন্দকারসহ অন্যান্যের দ্রুত গ্রেফতারের দাবী করেছেন। গত ১৭ নভেম্বর নাজিম খন্দকারসহ অন্যান্যরা ডা.সাজ্জাদকে পিটিয়ে গুরুতর আহত করেন। তারপর থেকে ডা. সাজ্জাদ চিকিৎসাধীন রয়েছেন।