বাংলাদেশ ইসলামি যুব সেনা আশুগঞ্জ উপজেলার কাউন্সিল সোমবার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইসলামিয়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবসেনার নেতাকর্মীরা চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় এসে জমায়েত হয়।
এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইসলামিয়া আলিয়া মাদ্রসার হলরুমে অনুষ্ঠিত কাউন্সিল সোমবার সকালে শুরু হয়।আশুগঞ্জ উপজেলা ইসলামি যুবসেনার আজবায়ক মৌলানা আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়িয়া কাজি সমিতির সভাপতি কাজী অধ্যক্ষ মৌলানা মহি উদ্দিন মোল্লা। ইসলামি যুব সেনা আশুগঞ্জ উপজেলার কাউন্সিল উদ্বোধন করেন মৌলানা আলহাজ¦ মৌলানা নুরুল ইসলাম আলক্বাদরী।বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন,মৌলানা গোলাম মওলা,মৌলানা মিজানুর রহমান প্রমুখ।দিনব্যাপী কাউন্সিল অধিবেশনে যুবসেনার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বক্তরা এবং ভবিষ্যত করনীয় নিয়ে আলোচনা হয়।সবশেষে প্রধান অতিথি মৌলানা আনিসুর রহমানকে সভাপতি, মুসলিম উদ্দিন মোল্লাকে সাধারণ সম্পাদক, এরশাদুল ইসলামকে সাংগঠনিক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে বলেন,সুন্নিয়তের ঝান্ডা রক্ষায় দেশব্যাপী বাংলাদেশ ইসলামি যুবসেনা আশুগঞ্জ উপজেলার যুবসেনা ব্যাপক ভুমিকা রাখবে বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া কাজি সমিতির সভাপতি কাজী অধ্যক্ষ মৌলানা মহি উদ্দিন মোল্লা।এবিষয়ে নবনির্বাচিত সভাপতি মৌলানা আনিসুর রহমান বলেন,ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম।এ ধর্মে অশৃংখলতার কোন জায়গা নাই। শানিতপুর্নভাবে আমাদেও নতুন কমিটি কাজ করে যাবে বলে তিনি আশা করেন এবং এজন্য উপজেলার সকলের সহযোগিতা কামনা করেন তিনি।