কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ৫নং ওয়ার্ডের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা রোববার রাতে দাউদপুর গ্রামে অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট এম.এ বারী মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আবদুল মালেক। প্রধান বক্তা ছিলেন পৌরসভা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর সেলিম জাহাঙ্গীর মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুরুল্লা মজুমদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোরশেদ আলম মন্জু, কাউন্সিলর আক্তারুজ্জামান, মোশারফ হোসেন, সাদেক হোসেন, আলাউদ্দিন, মহিন উদ্দিন, খুরশিদা আক্তার লাভলি, মাওলানা আবদুল জব্বার প্রমুখ।