সংরক্ষিত আসনের কাউন্সিলর থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন নিলুফা ইয়াসমিন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেছেন তিনি। রোববার (২২ নভেম্বর) দুপুরে তিনি দোয়া মাহফিলের মাধ্যমে দায়িত্বভার গ্রহন করেন। এ সময় সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি শৈলকুপা পৌর এলাকার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ছিলেন। কাউন্সিলর থাকাবস্থায় পদ থেকে অব্যাহতি নিয়ে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হন তিনি।
গত ৪ নভেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন সোনা হৃদরোগে মৃত্যুবরণ করেন। এরপর থেকেই উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য হয়। শূন্য পদে তিনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন। কর্মক্ষেত্রে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন সকলের সহযোগিতা কামনা করেছেন।