খুলনার পাইকগাছায় এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে বাবু সরদার নামে এক জনকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার চাঁদখালী ইউপির কাঁটা বুনিয়ার মৃত হাবিবুর সরদারের ছেলে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার কাঁটা বুনিয়া গ্রামের বাবু সরদার একই এলাকার মজিদ সরদারের মেয়েকে বিভিন্ন সময় কু প্রস্তাব দিয়ে আসছিল। মেয়ের পিতা মজিদ সরদার জানান, শুক্রবার আমার মেয়ে খাওয়া দাওয়া শেষে ঘের থেকে বাড়ী ফেরার সময় রাত ১১ সময় কাঁটা বুনিয়া জনৈক ইসমাইলের ঘেরের পাশে কেয়ারের রাস্তার উপর পৌঁছালে পূর্ব পরিকল্পিত ভাবে ওৎপেতে থাকা অবস্থায় আমার মেয়েকে মুখে গামছা পেচিয়ে জোর করে হাবিবুর সরদারের ছেলে বাবু সরদার ধর্ষণ করে।
এ ঘটনায় পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক বাবু সরদারকে আটক করে। ওসি এজাজ শফী জানিয়েছেন, আটককৃত বাবু সরদারকে পাইকগাছা সিনিয়র ম্যজিট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।