বাংলাদেশ আনজুমানে ছাত্র সালেকিনের কেন্দ্রীয় সম্মেলন শনিবার রাতে কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা দারুসুন্নত নেছারিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র সালেকিনের কেন্দ্রীয় সভাপতি শাহ মোহাম্মদ মাসউদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিরুস সালেকিন মৌকারা দরবারের পীর আলহাজ মাওলানা শাহ মুহাম্মদ নেছারউদ্দীন ওয়ালিউল্লাহী।
সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বাংলাদেশ জমিয়াতুস সালেকিনের সেক্রেটারী জেনারেল অধ্যক্ষ মাওলানা শাহ মোহাম্মদ মহিউদ্দীন, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ মাওলানা আবদুল হালিম, প্রেসিডিয়াম সদস্য আলহাজ মাওলানা মির্জা সায়মুর রহমান বেগ, আলহাজ জাহিদুল মাওলা চৌধুরী হেলাল, আলহাজ জয়নাল আবেদীন খলিফা, শায়খে ফান্দাউক আলহাজ মাওলানা সৈয়দ মুঈনউদ্দীন আহমদ আলহুসাইনী, জয়েন্টসেক্রেটারি জেনারেল অধ্যক্ষ আলহাজ মাওলানা আনোয়ার হোসেন, তালিমে তরিকত সম্পাদক অধ্যক্ষ আলহাজ মাওলানা রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ আলহাজ মাওলানা ইউসুফ মজুমদার, যুবসালেকিন সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সেক্রেটারি জেনারেল আলহাজ হাফেজ আবুল হাশেম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আ. জ. ম. সাইফুল্লাহ, বাংলাদেশ আনজুমানে ইসলামি ছাত্রমহলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আবু বকর, নূরমুহাম্মদপুর দরবার শরিফের সাহেবজাদা আবু আবদিল্লাহ মুহাম্মদ খালেদ, চন্দ্রগঞ্জ কারামতীয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা আবদুল হাই।
ছাত্রসালেকিনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ বাকী বিল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রসালেকিনের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মদ একরামুল হক, মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ মুহিব্বুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে ছাত্রসালেকিনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট কবি ও কলামিস্ট শাহ মুহাম্মদ মাসউদ বলেন, আমরা ছাত্রদের শ্রমিক নয়, জ্ঞানী পন্ডিত, জাতি-রাষ্ট্রের আমানতদার খাদেম হিসেবে তৈরি করতে চাই। জাতীয় উন্নয়ন, অগ্রগতির নিয়ামক হলো, তরুণ ছাত্রসমাজ। এদের আগামীর যোগ্য নাগরিকরূপে গড়ে তুলতেই কাজ করছে ছাত্রসালেকিন। ছাত্রসালেকিন বিশ্বাস করে, ছাত্রদের ভাল করে গড়ে তুলতে পারলে দেশ ভাল থাকবে।
সম্মেলনের তৃতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন, জাগ্রত কবি মুহিব খান এবং ওয়ালীয়া তমদ্দুনিক দলের সদস্যবৃন্দ।সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে ছাত্রসালেকিনের দায়িত্বশীলরা শরিক হন।
সম্মেলনে বাংলাদেশ আনজুমানে ছাত্রসালেকিনের ২০২১-২০২২ সেশনের কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ঘোষণা করা হয়। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি শাহ মুহাম্মাদ মাসউদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সেক্রেটারি জেনারেল কাজী মুহাম্মদ ইসহাক জামিল, সহসভাপতি মুহাম্মদ একরামুল হক, মুহাম্মদ সোলাইমান, মুহাম্মদ বাকি বিল্লাহ পাটোয়ারি, মুহাম্মদ মুহিব্বুল ইসলাম মামুন, মুহাম্মদ আবদুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ ওমর ফারুক মুহাম্মদ মুনিরুল ইসলাম, সহসেক্রেটারি মুহাম্মদ ফয়েজ আহমদ মুহাম্মদ আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক মুহাম্মদ মুফাসসির হুসাইন, অর্থ সম্পাদক হাফেজ মুহাম্মদ বেলায়েত হোসেন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ, সাহিত্য সম্পাদক নেছার আহমদ হাজারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ শাহিনুর, সেবা ও সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ সাখাওয়াত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওমর ফরুক নেছারী, সহপ্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ জোবায়ের হোসেন, সহশিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমান, সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাকিবুল ইসলাম।