শীতে করোনায় আক্রান্তের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এমন ঘোষণায় সরাইলের কিছু মানুষের মনে ধাক্কা লেগেছে। সম্প্রতি সরকারি সিদ্ধান্তে মাস্ক ব্যবহারে ব্যাপক প্রচারণা চলছে সরাইলের সর্বত্র। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। মসজিদ মন্দির ও গীর্জায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ইতোমধ্যে ধর্মমন্ত্রণায় প্রজ্ঞাপণও জারি করেছেন। মসজিদে মুসল্লিদের মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করতে ইমাম সাহেব ও মসজিদ কমিটির লোকজন নামাজের আগে এ বিষয়ে বক্তব্য রাখছেন। কিন্তু অধিকাংশের ধারণা এটা কিছুই না। এখানকার লোকজনের ভেতর থেকে হারিয়ে গেছে করোনা ভীতি। সরজমিনে দেখা যায়, সরাইলের সর্বত্র এখন বিরাজ করছে স্বাভাবিক অবস্থা। সামজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার ভুলে গেছে লোকজন। হাট-বাজার, রিকশায়, অটোরিকশা, দূরপাল্লার গাড়িসহ সর্বত্রই অনুপস্থিত এখন করোনা ভীতি। হাসপাতাল, বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে আর গত মার্চ এপ্রিলের চিত্র নেই। হাত পরিস্কার করার ওইসব বেসিন ও স্প্রে মেশিন গুলো পড়ে আছে যত্রতত্র। অনেকে সরিয়ে ফেলেছেন। কিছু জায়গায় বেসিন থাকলেও নেই হ্যান্ড ওয়াশ। মার্কেট বা বিপণী বিতান গুলোতে সামাজিক দূরত্ব উপেক্ষা করেই চলছে ক্রয়-বিক্রয়। লাপাত্তা হয়ে গেছে সেখানকার স্যানিটাইজিং ব্যবস্থাও। হোটেল রেস্তুরা, নৌকায় ভ্রমন, সভা, সেমিনার, বিয়ে শাদী সহ সকল অনুষ্ঠানে বিরাজ করছে একই চিত্র। উপজেলার সর্বত্রই নিয়মিত চলছে ফুটবল টুর্নামেন্ট। মাঠে খেলছেন ২২ জন। চারিপাশে দর্শক সহ¯্রাধিক। কারো পড়নে নেই মাস্ক। মাস্ক ছাড়াই রাজনৈতিক কর্মসূচিতে ৪-৫শত বা হাজার লোক গিজাগিজি করে মিছিল করে অংশগ্রহণ করছেন। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কোচিং বা প্রাইভেট সেন্টারে প্রতি ঘন্টায় পড়ছে অর্ধশতাধিক শিক্ষার্থী। সকাল বিকাল প্রত্যেকে পড়াচ্ছেন ৪-৫ ব্যাচ। অধিকাংশ শিক্ষার্থী ব্যবহার করছে না মাস্ক। গ্রাম এলাকার চায়ের দোকান, হোটেল রেস্তুরায় স্বাস্থ্যবিধি না মেনেই চলছে চা সিগারেটের আড্ডা। সরাইলের এই চিত্র এখন নিত্য দিনের। এখানের কোন কাজেই নেই সামাজিক দূরত্বের বালাই। করোনা উপেক্ষা করে হয়েছে একাধিক নির্বাচনী সমাবেশ। করোনার শুরূ থেকেই উপজেলা ও পুলিশ প্রশাসন লোকজনকে সচেতন করার চেষ্টা করে আসছেন। স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন মিলে করেছেন সভা। এ লক্ষ্যে কাজ করেছেন স্থানীয় অনেক গুলো স্বেচ্ছাসেবী সংগঠনও। আগেই উপজেলা থেকে শুরূ করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গঠন করা হয়েছে করোনা প্রতিরোধ কমিটি। সংশ্লিষ্ট সকলে এ লক্ষে কাজ করলেও সরাইলে বাড়ছে না গণসচেতনতা। শীতে করোনার ভয়বহতা বৃদ্ধির আশঙ্কা করছেন স্বাস্থ্য বিভাগ ও সরকার। ইতোমধ্যে পৃথিবীর বেশ কয়েকটি দেশে পুনরায় করোনা ভয়াবহ রূপ ধারণ করছে। তাই সরকার দেশের সর্বত্র সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারাভিযান জোরদার করছে। এরই অংশ হিসাবে গত এক সপ্তাহ ধরে সরাইলের সরকারি বেসরকারি অফিস, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, মসজিদ মন্দির ও গীর্জাসহ সর্বত্র প্রত্যেককে মাস্ক ব্যবহার করার নির্দেশনা দেওয়া হচ্ছে। সরকারি ভাবে ঘোষণা দেওয়া হয়েছে মাস্ক পরিধান করে না আসলে কাউকে সেবা দেয়া যাবে না। তাই সরকারি অফিস সমূহে বলা হচ্ছে মাস্ক নেই, সেবা নেই। মুদির দোকানি লিখে রেখেছেন-‘নো মাস্ক, নো স্যাল।’ স্থানীয় চিকিৎসকরা বলছেন- ‘মাস্ক হচ্ছে কারোনা প্রতিরোধে গরীবের ভ্যাকসিন। মাস্ক ব্যবহারকারীরা করোনার সংক্রমন থেকে ৭০ ভাগ রেহাই পেতে পারে।’ গত ১৩ নভেম্বর শুক্রবার সরাইল বিকাল বাজার শাহী জামে (হাটখোলা) মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন সহ¯্রাধিক মুসল্লির উদ্যেশ্যে হাদিসের অবতারণা করে করোনা নামক মহামারি থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করে মসজিদে আসার অনুরোধ করেছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এ পর্যন্ত সরাইলে ৮৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছেন ১২৪ জন। সুস্থ্য হয়েছেন ১২৩ জন। আর মৃত্যুবরণ করেছেন ১ জন। এখনো প্রতি সপ্তাহে গড়ে ২০-২২ জন লোকের নমুনা পরীক্ষা করা হচ্ছে। নিয়মিত বলে যাচ্ছেন ইমাম সাহেবও। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা: মো. নোমান মিয়া বলেন, মাস্ক ব্যবহারে শুধু হাসপাতালে নয় মাঠ পর্যায়ে আমাদের লোকজন প্রচারণা চালাচ্ছে। উদ্ভুদ্ধ করছে। ফিতা বেঁধে হাসপাতালের নির্ধারিত জায়গায় রিকশাসহ সকল ধরণের সকল যানবাহন রাখার ব্যবস্থা করেছি। আশপাশে মাস্ক পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আরো প্রচারের জন্যে ব্যানার করার সিদ্ধান্ত নিয়েছি। নমুনা পরীক্ষা অব্যাহত আছে। আইসোলেশনে রোগী রাখার ব্যবস্থা আছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা বলেন, সকল মানুষের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ সকল সচেতন মানুষকে একযোগে কাজ করতে হবে। ব্যাপক উদ্ভুদ্ধকরণের লক্ষে স্থানীয় ইসলামিক ফাউন্ডেশনকে মসজিদের ইমাম মোয়াজ্জিন ও ধর্মীয় নেতাদের নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছি। মোবাইল কোর্ট করে সরকারের একার পক্ষে সম্ভব না। সরকারি সিদ্ধান্তে সারা দেশে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেখানে সরাইলে প্রাইভেট পড়ানো বা কেচিং চালিয়ে যাওয়া বেআইনি। আবার মাস্ক ছাড়া শিক্ষার্থীরা আসা-যাওয়া করা আরো ঝুঁকির বিষয়।