কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক অধ্যক্ষ জাকির হোসেন শক্রবার বিকেলে আশ^দিয়া, নাঙ্গলকোট গ্রাম ও বাজারে গণসংযোগ করেন। পরে অধ্যক্ষ জাকির হোসেনের পক্ষে তার সমর্থনকারীরা একটি মিছিল বের করে নাঙ্গলকোট বাজারের প্রদান-প্রদান সড়ক পদক্ষিণ করেন।
গনসংযোগে উপস্থিত ছিলেন, সম্ভাব্য মেয়র প্রার্থী অধ্যক্ষ জাকির হোসেন, পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আহসান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহ্বায়ক অরিফুর রহমান মিঠু, মক্রবপুর ইউনিয়ন সভাপতি সাহাব উদ্দিন, আ.লীগ নেতা নুর আহম্মদ, অশ^দিয়া গ্রাম আ.লীগ সভাপতি অহিদুর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান, অশ^দিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আমির হোসেন, ছাত্রলীগ নেতা ইমাম হোসেন প্রমুখ।