নওগাঁর ধামইরহাটে সোনার বাংলা সংগীত নিকেতনে প্রধান প্রশিক্ষক পদে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সংগীত পরিচালক গীতিকার ও সুরকার আজাদ রহমান। ২০ নভেম্বর সন্ধ্যায় সোনার বাংলা সংগীত নিকেতনের আহ্বায়ক এম এ মালেক তাকে এ দায়িত্ব প্রদান করেন। এ সময় পরিচালক হিসেবে সংগীত প্রশিক্ষক জিল্লুর রহমান, সংগীত প্রশিক্ষক হিসেবে রবিউল ইসলাম বিদ্যুৎ, লুৎফর রহমান, মো. নুরুল হুদা, মাস্টার বিমল চন্দ্র মাহাতো, সহকারী সংগীত প্রশিক্ষক হিসেবে মেহেদী মাসুদ জুয়েল, রবিউল ইসলাম জিয়া, প্রধান লালন শিল্পী হিসেবে রুহুল আমিন, প্রধান তবলচি হিসেবে শ্রী সন্তোষ কুমার পাল, সহকারী তবলচি হিসেবে সুনিল বাস্কে কে নিয়োগ প্রদান করা হয়। পরে সংগীত শিল্পী আবদুল সাইফুল আলম, আ. আজিজ, সাকিল হোসেন, রাসেল মিয়া, শাজাহান আলী, হাবিবুর রহমান, রুবেল, আলতাব হোসেন, শিশু নৃত্য শিল্পী সংগীত অডিশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সরকারী এম এম কলেজের সহকারী অধ্যাপক কবি ও গীতিকার এস.এস আবদুর রউফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আহ্বায়ক কমিটির সদস্য এটিএম ফসিউল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও দক্ষ আবৃতিকারক সাবুবুর রহমান সাবু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সোনার বাংলা সংগীত নিকেতনের যুগ্ম আহ্বায়ক আবু মুছা স্বপন, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।