রংপুরে “প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক ইউনিয়ন পরিষদে বাজেট বরাদ্দ: চ্যালেঞ্জ, শিখন ও সুপারিশ” শীর্ষক গোল টেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডাব্লিউ) ও বায়ান্নর আলো পত্রিকার যৌথ উদ্যোগে এসোড ট্রেনিং সেন্টারে আলোচনা সভায় সভায় প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডাব্লিউ) এর সভাপতি নাসিমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরাফাত রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আখিরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা নজরুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আবদুর রব প্রামানিক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধিতা বিষয়ক কর্মকর্তা তাপস কুমার বর্মন ও দৈনিক বায়ান্নর আলো এর নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরাফাত রহমান বলেন স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয় পরিষদের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতার ভিত্তিতে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সৃষ্টির জন্য ইউনিয়ন পরিষদের বাজেটে বরাদ্দ রাখা দরকার। সভায় এনসিডিডাব্লিউ’র কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, পিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও ডিপিও’র সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন দৈনিক বায়ান্নর আলো’র প্রতিনিধি রেজাউল করিম জীবন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনসিডিডাব্লিউ’র ফিল্ড কো-অর্ডিনেটর জনাব হাসানুজ্জামান। প্রবন্ধে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে ইউনিয়ন পরিষদেও বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয় না। যদিও কোনো কোনো ইউনিয়ন পরিষদ ধোক বরাদ্দ রাখলেও যথাযথ ব্যয় করে না। স্থানীয় সরকার (্ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এবং ইউনিয়ন পরিষদ অপারেশনাল ম্যানুয়েল অনুস্বরণ করে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বিশেষ স্কিম গ্রহণের বিষয়ে উল্লেখ করা হয়।