র্যাব-১৩ রংপুরের পীরগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লার দলের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের মিডিয়া কর্মকর্তা এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়,দিনাজপুর ঘোড়াঘাট থানার একটি মামলায় গ্রেফতারকৃত জঙ্গিদের তথ্যের উপর ভিত্তি করে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লার দল এর সক্রিয় সদস্য পীরগঞ্জের ফতেপুর মিয়াপাড়া এলাকার আসকার আলীর পুত্র মোঃ সাদেকুল আকন্দ (৪৬) একই উপজেলার শাহ আবদুস ছালামের পুত্র মোস্তাফিজার রহমান(৩০)কে গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত দুইজন দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লার দল এর দিনাজপুর জেলার ঘোড়াঘাট এলাকার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও তারা আল্লার দল এর নেতা মতিন মেহেদী’র মতাদর্শের অনুসারী বলেও স্বীকার করেছে।