ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে নিতু নামে এক গৃহবধুকে স্বাামীর বিরোদ্ধে খুণ করার অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় চরচারতলা গ্রামসহ আশেপাশের গ্রাম থেকে শতশত লোকজন ঘটনাস্থলে এসে ভিড় করছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে। এঘটসায় প্রাথমিক জিজ্ঞাসাবাদেও জন্য ঘাতক স্বামীর বাবা,মাসহ পাচজনকেআটক করেছে পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়,গত পাচবছর পুর্বে পারিবারিক ভাবে চরচারতলা গ্রামের আবুল হোসেনের মেয়ে কোহিনুর খানম নিতু এবং পাশেরবাড়ির আবু চান মিয়ার ছেলের সাথে বিয়ে হয়।বিয়ের পর থেকে স্বামী জুয়েল স্ত্রী নিতুকে যৌতুকের জন্য মারধর করত।এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত।একারনেই স্বামী জুয়েল তার স্ত্রীর প্রতি খুব রাগান্বিত চিল।পুলিশের ধারনা যৌতুকে টাকা নিতু তার বাবার কাছ এনে দিতে রাজি ছিলনা।এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার ভোর রাতে স্ত্রী নিতুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ঘরে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আলামত জব্ধ করে এবং সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।খুন হওয়া নিতুর ছোট বোন খাদিজা জান্নাত নিহা জানায়,বিয়ের পর থেকে নিতুর স্বামী জুয়েল তার বোন নিতুকে মারধর করত এই কথা নিতু তার ছোটবোন নিহাকে বলত বলে নিহা জানায়। নিতুর ছোট বোন খাদিজা জান্নাত নিহা বলেন,আমার বোনকে যে খুন করেছে সেই জুয়েলের সর্বোচ্চ শাস্তি দাবী করছি।তাকে দ্রুত আটক করে আইনের আওতায় এনে কঠোর মাস্তি নিশ্চিত করার দাবী জানান নিতু।এ বিষয়ে খুন হওয়া নিতুর বাবা,মা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। কোন কথা বলতে পারছেন না।নিতুর মা কান্নাজড়িত কন্ঠে বলেন,আমার মেয়ের খুনীকে দ্রুত আটক করা হউক।অন্যথায় জুয়েল ফিরে এসে আমার পরিবারেরবিপদের কারণ হয়ে দাড়াতে পারে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পলিশ সুপার মোহাম্মদ রইছ উদ্দিন বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে জানতে পেরেছি যে,পারিবারিক কলহের জের ধরে জুয়েল তার স্ত্রীকে নৃশংসভাবে খুন করেছে।এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জুয়েলের বাবা,মাসহ পাচজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।পলাতক স্বামী জুয়েলকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।আশা করছি দ্রুত ঘাতককে গ্রেফতার করতে পারব।