লাঠিচার্জের ছবি ধারণ করতে গিয়ে পুলিশের উপর্যপুরি পিটুনিতে গুরুতর আহত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রংপুর অফিসের ক্যামেরা পারসন লেমন মিয়ার ওপর নির্যাতনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে মেট্রোপলিপটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে সাংবাদিক সমাজ।
দুপুরে রংপুরে কর্মরত সাংবাদিক সমাজের আহ্বায়ক একুশে টেলিভিশন, সংবাদ ও বাংলা ট্রিবিউনের বিভাগীয় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল স্বাক্ষরিত স্মারকলিপি তুলে দেন সাংবাদিকরা। স্মারকলিপিতে শনিবারের মধ্যে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা না হলে রোববার থেকে লাগাতর আন্দোলনের কথা বলা হয়।
এদিকে এ ঘটনায় করা জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশের তদন্ত কমিটি কাজ করছে। শনিবারের মধ্যে তাদের রিপোর্ট প্রদান করার কথা।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিবি এ- মিডিয়া) জানান, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। এছাড়াও ঘটনার সময় উপস্থিত পুলিশ কর্মকর্তা, সদস্য, সাধারণ মানুষ, জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট, সাংবাদিকদের সাক্ষ্য গ্রহনের কাজ চলছে। সেগুলো সম্পন্ন হওয়ার পর পর্যালোচনা করে তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করা হবে।
গত মঙ্গলবার সন্ধায় সিটি করপোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পুলিশ লাঠিচার্জ করতে থাকলে সেই ছবি ধারণ করতে গিয়ে ১০/১২ জন পুলিশ সদস্য লাঠি ও বন্দুকরে নলের বাট দিয়ে বেধড়ক পিটিয়ে ও বুট জুতা লাথি দিয়ে গুরুতর জখম করে ভিডিও সাংবাদিক লেমনকে। রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের সার্জারি ওয়ার্ডে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ হাসাপাতালে সাংবাদিক লিমনকে দেখতে যান এবং চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। এ ঘটনায় সাংবাদিকরা সড়ক অবরোধ ছাড়াও, ভিডিও জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও ডিসির কাছে স্মারকলিপি দিয়ে জড়িত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন।