রংপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহণ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রংপুর সদর উপজেলার ৩ টি ইউনিয়ন ও তারাগঞ্জ উপজেলার উপ-নির্বাচনে ১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
শপথ গ্রহণ করেন চন্দনপাট ইউনিয়নের আমিনুল ইসলাম, সদ্যপুস্করনি ইউনিয়নের সোহেল রানা, হরিদেবপুর ইউনিয়নের ইকবাল হোসেন, তারাগঞ্জরে আলমপুরের উপ-নির্বাচনের বিজয়ী চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এ ছাড়া সদরের ৯ জন মহিলা সদস্য ও ২৭ জন সাধারণ সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি।
জেলা প্রশাসক শপথ বাক্য পাঠ করানোর পাশাপাশি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের আরো আন্তরিকতার সাথে সরকারি সেবা জনগণের দোড়গোয় পৌছে দেয়ার আহ্বান জানান। শপথ গ্রহণ কার্যক্রম শেষে জেলা প্রশাসক নব নির্বাচিত চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ডিডিএলজি সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরাফাত রহমান ,জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ আহমেদ, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য পারভিন আক্তার, এ্যাড শাহানা রহমান.মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিনসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।