কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তি মহিষকুন্ডি গ্রামের ভাগজোত বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মফিদুল ইসলাম-২০০.০০০(দুই লক্ষ) টাকা চেক জালিয়াতী প্রতারনার শিক্ষা হয়েছেন। ভুক্তিভোগী মফিদুল ইসলাম জানান ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সৈয়দপুর গ্রামের অরুন কুমার সাহারা চেলে শ্রী অরুপ কুমার সাহা ২০০.০০০ (দুই লক্ষ) টাকার চেক প্রদান করেন। যার নং ৭০০০৯৫৬৬ কিন্তু ওই চেক দিয়ে লেনদেন সম্ভব হয়নি। যার কারণে পরবর্তিতে আইনের আশ্রয় নিয়েও প্রাপ্ত ব্যবসায়ের টাকা আদায়ের ব্যাপারে কোন সুবিধা পায়নি বরং টাকা আদায়ের ব্যপারে কোন পদক্ষেপ এর কথা অরুপ কুমার সাহার কানে দিলে ব্যাবসায়ী মফিদুল ইসলাম কে মিথ্যা মামলা সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে। ওই ব্যবসায়ী মফিদুল ইসলাম চেকের টাকা আদায়ের ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।