নওগাঁর আত্রাইয়ে প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম যৌথভাবে কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কাউছার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা কেরামত আলী, দ্বীজেনন্দ্রনাথ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, এবারে উপজেলার ৮ ইউনিয়নের ৫ হাজার ৭শত ৮০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। বিতরণকৃত বীজের মধ্যে রয়েছে গম, সরিষা, মশুর, খেসারী, টমেটো, মরিচ, চিনাবাদাম, সূর্যমুখী, বোরো হাইব্রিড ধান, ভুট্টা, গ্রীষ্মকালীন মুগ, পিঁয়াজ ইত্যাদি। এ সাথে রয়েছে ডিএমপি ও এমও পি সার।