বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর (১৬-১১ গ্রেডভূক্ত) কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদণ্ডপদবী পরিবর্তনসহ পদোন্নতির দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখা কর্মবিরতি পালন করছেন। ১৫ নভেম্বর রোববার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। নাঙ্গলকোট উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে আসছে।
বৃহস্পতিবারের কর্মসূচিতে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা ভূমি অফিসের নাজির নারায়ন দেব বর্মণ, উপজেলা হিসাব সহকারী মিল্লাত হোসেন, উপজেলা ভূমি অফিসের সার্ট সহকারী হারেছ মিয়া, সায়রাত সহকারী আইয়ুব আলী, অফিস সহকারী দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, বিভাগীয় কমিশনার, জেলা ও উপজেলা মাঠ প্রশাসনে কর্মরত চাকরিজীবীদের পদণ্ডপদবী পরিবর্তন ও গ্রেড উন্নতিকরণ অথবা সচিবালয়ের ন্যায় নিয়োগবিধি প্রণয়নের যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য এ কর্মবিরতি চলছে এবং দাবী আদায় হওয়া পর্যন্ত চলবে।