কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য পদে উপনির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগ নেতা নুরুন্নবীর শপথ গ্রহণ বৃহস্পতিবার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী, জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী, ইউপি সদস্য আবদুর রাজ্জাক জুলহাস, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবদুল কাইয়ৃম মাসুদ, যুবলীগ নেতা শহিদ উল্লাহ মিয়াজী, শাহেদ হোসেন ফিরোজ, হেলাল, স্বপন, আলমাস, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ।