ইন্দুরকানীতে ছাত্র/ছাত্রীদের কাছ থেকে এ্যাসাইনমেন্টের টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরকারি ভাবে কোন নিদের্শনা বা নীতিমালা না থাকায় বৃহস্পতিবার পত্তাশী এস.দাখিল মাদরাসায় ছাত্র/ছাত্রীর কাছ থেকে এ্যাসাইনমেন্ট টাকা নেওয়ার ঘটনা ঘটে। মাদরাসার ৯ম-১০ম শ্রেণিতে ৩০০টাকা, ৮ম শ্রেণিতে ২৫০টাকা, ৭ম শ্রেণিতে ২০০টাকা ,৬ষ্ঠ শ্রেনিতে ১৫০টাকা ,৫ম শ্রেণি ১০০টাকা করে এ্যাসাইনমেন্টের সাথে মাদরাসার সুপার মাওলানা তাজাম্বলের কাছে জমা দিতে হয়ে। এ্যাসাইনমেন্ট টাকা জমা না দিলে তাদের পরীক্ষার মূল্যায়ন করা হবে না বলে ঘোষনা দেন।
৭ম শ্রেণি ছাত্র রহমাতুল্লাহ বলেন, আমার কাছ থেকে হুজুরে এ্যাসাইনমেন্টের জন্য ২০০ টাকা নিয়েছে।
এ ব্যাপারে মাদরাসার সুপার মাওলানা তাজাম্বল জানান,আমি ছাত্র/ছাত্রীর কাছ থেকে কাগজ কলমের টাকা নিয়েছি ।
মাদরাসার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন জানান, এ ব্যাপারে আমি কোন কিছু জানি না।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এ কে এম আবুল খায়ের জানান, করোনা মহামারী কারণে স্কুল বন্ধ থাকায় সরকারী ভাবে ছাত্র/ছাত্রীদের পরীক্ষার মূল্যায়নের জন্য এ্যাসাইনমেন্ট ব্যবস্থা করেন এবং কোন স্কুল-মাদরাসায় ছাত্র/ছাত্রীদের এ্যাসাইনমেন্টের জন্য কোন টাকা নেওয়া সরকারী ভাবে নির্দেশনা নেই।