বুধবার সকালে নওগাঁর নিয়ামতপুরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শনের মাধ্যমে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার লাশ সৎকার করা হয়েছে। উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামের আকালু কর্মকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা শচীন কর্মকার বুধবার ভোর ৩ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে পরলোকগমণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
অন্যদের মধ্যে তার অন্তেষ্টিক্রিয়ায় অংশ নেন, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, নিয়ামতপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হুমায়ন কবির, বীর মুক্তিযোদ্ধা সুভাষ কান্ত সরকার, বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ মিজান, বীর মুক্তিযোদ্ধা রামপদ বর্মন, বীর মুক্তিযোদ্ধা হরিপদ মুড়িয়ারী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
শেষে পারিবারিক শ্মশানে তাকে দাহ করা হয়।