মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ঝিনাইদহের হরিণাকু-ুতে মাস্ক বিতরণ করেছে উপজেলা অওয়ামী লীগ। গত বুধ ও বৃহস্পতিবার উপজেলার দোয়েল চত্তর মোড়, হাসপাতাল মোড়, হরিণাকু-ু বাজারসহ বিভিন্ন এলাকায় করোনা সচেতনতায় রিকশাভ্যান ও ইজিবাইক চালক এবং পথচারিদের মাঝে এ মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা অওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার।
এসময় অওয়ামীগ নেতা আজগর আলী মাস্টার, পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু, রবিউল ইসলাম পিলু মল্লিক, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল হক জুয়েল, পৌর যুবলীগরে আহ্বায়ক আবু সাঈদ টুনু, ছাত্রলীগের আহ্বায়ক রিগ্যান আলী প্রমূখ উপস্থিত ছিলেন।