রংপুরের পীরগঞ্জে আমন ধান কর্তনের পুরো মরশুমে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) চালু থাকায় মজুর সংকটের সৃষ্টি হয়েছে। ফলে যথা সময়ে আমন ধান ঘরে উঠানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ধান ঘরে তুলতে অতিরিক্ত অর্থ খরচ করেও যথা সময়ে পুরো আবাদের ধান ঘরে তুলতে পারবেন কি না এ নিয়ে তারা সন্দিহান। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি আমন মওসুমে পীরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নে ২৫ হাজার ২শ’ ৬০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও বন্যায় ১ হাজার ৯ শ’ ৫০ হেক্টর জমির আমন ক্ষেত বিনষ্ট হয়েছে। চলতি সপ্তাহেই ধান কর্তন করে ঘরে উঠানোর উপযুক্ত সময়। অপর দিকে পীরগঞ্জে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর জানায়, গত ১৪ নভেম্বর শনিবার থেকে পীরগঞ্জে (ইজিপিপি) কার্যক্রম শুরু হয়েছে এবং তা ৪০ কর্ম দিবস পর্যন্ত চালু খাকবে। এতে পীরগঞ্জের ১৫ টি ইউনিয়নের ৪ হাজার ৮ শ’ ৯ জন পুরুষ ও মহিলা মজুর এ কর্মসুচিতে অন্তর্ভুত করা হয়েছে।এদিকে গত বুধবার উপজেলার পাঁচগাছি,সানেরহাট,মিঠিপুর,বড়দরগাহ,ভেন্ডাবাড়ী,কুমেদপুর,কাবিলপুর,চতরা ও চৈত্রকোল ইউনিয়নে বিভিন্ন এলাকার আমন ক্ষেত পরিদর্শন করে দেখা গেছে ৮০ শতাংশ জমির ধান কর্তনের উপযোগী হয়েছে। অথচ কৃষকরা মজুর সংকটের কারণে ধান কর্তন করতে পারছেন না। অনেকে সীমিত সংখ্যক মজুর দিয়ে, আবার অনেকে পরিবারের সদস্যদের নিয়ে ধান কর্তন শুরু করেছেন। অনেক কৃষক মজুরও পাচ্ছেন না আবার পরিবারের সদস্যদের নিয়েও অভ্যস্ত না হওয়ায় ধান কর্তন সম্ভব হচ্ছে না। তারা শুধু ধান ক্ষেত প্রত্যক্ষ করে সান্ত¦না পাবার চেষ্টা করছেন এবং প্রহর গুনছেন কবে ধান ঘরে তুলতে পারবেন। উপজেলার সানেরহাটের আবদুস সালাম, আকবর আলী,মরারপাড়ার নাজমুল, চাপাবাড়ীর ফয়সাল, মিলকি, হরিপুর, মির্জাপুর, ভীমশহর, ভুজুবাড়ী,ঝরারঘাটসহ বেশ ক’টি গ্রামের সাধারণ কৃষক আমন ধান কর্তন নিয়ে জানান তাদের উদ্বেগ আর উৎকন্ঠার কথা। তাদের মতে এ সময়ে এমনিতেই মজুর সংকট তার পরেও অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি মজুর সংকট কে আরও প্রকট করে তুলেছে। যে সকল কৃষক কষ্ট করে মজুর সংগ্রহ করছেন তাদেরকে ৫০ শতাংশ জমির ধান কর্তনের জন্য ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা মজুরী দিতে হচ্ছে। যা গত বছরের তুলনায় ১ হাজার টাকা বেশী। যে কারণে কৃষকেরা মনে করছেন এ সময় এ কর্মসৃজন কর্মসুচির কাজ স্থগিত থাকলে মজুর সংকট অনেকটাই হ্রাস পেত। ফলে কৃষকদের ধান কর্তনে সুবিধে হতো। সরকারী নিয়মানুযায়ী অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অতি দরিদ্রদের জন্য এ কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নের সময় নির্ধারিত ধাকলেও অক্টোবরে শুরু না করে আমন ধান কর্তনের ভরা মওসুমে কাজ শুরু করার ব্যাপারে জানতে চাইলে মিঠিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফারুক আহমেদ বলেন, এ কর্মসুচীর কারণে একটু মজুর সংকট তো হবেই। কারণ এ সময় এ কর্মসূচি না থাকলে অন্তর্ভুক্ত ব্যাক্তিরা আমন ধান কর্তনে শ্রম দিত। একই প্রশ্নের ব্যাপারে পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সে সময় মাটি পাওয়া যেত না। তাই তখন কাজ শুরু করা হয়নি।