নওগাঁয় স্ত্রীর পরকীয়া সন্দেহে তোফাজ্জল হোসেন ওরফে ছকু মিঞা নামে এক ব্যক্তিকে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে বেঁধে কয়েক ঘন্টা ধরে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি নওগাঁ সদর উপজেলার হাড়িয়াগাছী গ্রামের বাসিন্দা ও হাড়িয়াগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এমএলএসএস ও দুই সন্তানের জনক। বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ করা হয়েছে যে, গত মঙ্গলবার দিবাগত রাত ৭ টায় ছকু মিঞা তার প্রতিবেসী হাড়িয়াগাছী গ্রামের দিলদার হোসেনের বাড়ীর সামনের রাস্তা দিয়ে যাবার সময় দিলদার ও তার লোকজন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। তার সাথে দিলদারের স্ত্রী মনি বেগমের পরকীয়া রয়েছে এমন অভিযোগ তুলে তাকে গাছের সাথে বেঁধে দিলদার হোসেন, সোহেল রানা, পরাগ, আরিফ ও সেলিনা বেগম রাত ১১ টা পর্যন্ত লাঠি দিয়ে একনাগাড়ে মারপিট করে। গভীর রাতে তার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে থানা পুলিশে খবর দেয়া হয়।
নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছকু মিঞাকে আশংকাজন অবস্থায় উদ্ধার করে তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে।
ওই রাতে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বুধবার সন্ধ্যা থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। রাত ১২ টায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে থানায় মামলা দায়ের করা হলে প্রতিপক্ষরা বাড়ী ছেড়ে পালিয়ে যায়।
নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম বলেছেন, ‘কোন অসামাজিক কার্যক্রম থাকলে সে ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন। আইন নিজের হাতে তুলে নেয়া অপরাধ। এ ব্যপারে যথাযথ গুরুত্ব দিয়ে মামলা গ্রহণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারের তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’