যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোর ও ঝিনাইদহের ১৭টি নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে পরীক্ষা শেষে বুধবার সকালে এই তথ্য প্রকাশ করা হয়।
এই নিয়ে যশোর জেলায় মোট ৪,২৫৮ জন করোনায় আক্রান্ত হলেন। করোনায় মারা গেছেন ৫০ জন। আর সুস্থ হয়েছেন ৪,০০৭ জন।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, তাদের ল্যাবে মোট ৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭টি পজেটিভ ফল এসেছে।
এদিন যশোর জেলার ৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩টি পজেটিভ ফল দিয়েছে। আর ঝিনাইদহের ১২টি নমুনা পরীক্ষা করে ৪টি পজেটিভ ফল পাওয়া যায়।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।