নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সমাবেশ বুধবার বিকেলে সাবাই বাজারে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সামসুল আলম প্রামানিক।
উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য যুগ্ম আহ্বায়ক একেএম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু, আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, মকলেছুর রহমান মকে ও আখেরুজ্জামান সেলিম।
সংশ্লিষ্ট সুত্র জানায়, সভা শেষে আহ্বায়ক কমিটির গঠনের লক্ষে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।