নওগাঁর মান্দায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ বুধবার বিকেলে উপজেলার চকগৌরী বাজারে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মান্দা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান প্রধান অতিথি ছিলেন।
কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আলিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মান্দা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন আরা প্রমুখ।
সভার প্রধান অতিথি এএসপি মতিয়ার রহমান বলেন, মাদকের ভয়াবহ ছোবলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকাসক্ত সন্তানের কারণে পরিবারে নেমে আসছে অশান্তি। যুব সমাজকে রক্ষা করতে হলে সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। পুলিশের একার পক্ষে এ কাজ করা অত্যন্ত দুরুহ। সকলের সার্বিক সহযোগিতা পেলে খুব অল্প সময়ে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।