কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সম্ভাব্য পৌর মেয়র পদ প্রার্থী অধ্যক্ষ আবু ইউসুফের পেক্ষে মঙ্গলবার বিকেলে গণসংযোগ ও মোটর শোভাযাত্রা করে দলীয় নেতাকর্মীরা। মোটর শোভাযাত্রাটি পৌরসভার সকল ওয়ার্ড গুরে রাতে নাঙ্গলকোট বাজারের নির্বাচনী অফিসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ ক্রিয়া বিষয়ক সম্পাদক অহিদুর রহমান মজুমদার, সাবেক কাউন্সিলর আবু জাফর, আ.লীগ নেতা শাহজাহান, মাস্টার দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির, মাহবুবুল হক, শাহ আলম, শহিদুল ইসলাম বেছু, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া নোমান, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শ্রমীক নেতা মমতাজ উদ্দিন, উপজেলা স্বেচ্চাসেবক লীগ সদস্য সচিব ইলিয়াস মিয়া শাহিন, তোফায়েল হোসেন মজুমদার প্রমুখ।