কুমিল্লার নাঙ্গলকোটে সমবায় সমিতি আইন ও বিধিমালা মেনে সমিতি পরিচালনা আত্ম কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন মুখী প্রকল্প প্রণয়ন শীর্ষক ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ বুধবার দুপুরে উপজেলা সমবায় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
নাঙ্গলকোট উপজেলা সমবায় কর্মকর্তা কেফায়েত উল্লাহ খান সুজনের সভাপতিত্বে প্রাধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ হুসনা রওশন ফেরদৌসী।
প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের সমিতি পারিচালনার বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।