বাগেরহাটের চিতলমারীতে সড়ক নির্মানের কাজে নিয়োজিত মামুন শেখ (৩২) নামের এক রোলার চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় চিতলমারী উপজেলা সদরের টিএনটি অফিসের পেছনের বাগানের একটি বাবলা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মামুনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মামুন শেখ খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বাদলবাড়ি এলাকার গোলাম রসুল শেখের ছেলে।নির্মানাধীন বাগেরহাট-চিতলমারী সড়কের রোলার চালক মানিকের সহযোগী ছিলেন মামুন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক বলেন, মঙ্গলবার রোলার চালক মানিক বাড়িতে যায়। রাতে এসে মামুনকে ব্রাকে (শ্রমিকদের থাকার জায়গা) দেখতে না পেয়ে খোজাখুজি করে। পরে মামুনকে না পেয়ে অন্য শ্রমিকদের সাথে ঘুমিয়ে পড়েন মানিক। সকালে পার্শ্ববর্তী টিএনটি অফিসের বাগানে ২৫ ফুট উঁচু একটি বাবলা গাছে ঝুলন্ত অবস্থায় মামুনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। আমরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় মামুনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছি।
ওসি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি মামুন গলায় রশী দিয়ে আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।