বার প্রাকৃতিক দূর্যোগে পুঁজি হারিয়ে এনজিও এবং ব্যাংকের ঋণ শোধ না করতে পেরে পালিয়ে বেড়াচ্ছেন বাগেরহাটের শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের মাছ চাষী মোঃ আবুল কালাম। ঋণের সুধ মৌকুফ ও টাকা প্রদানের সময় বৃদ্ধির জন্য দারে দারে ঘুরছেন তিনি।এনজিও এবং ব্যাংকের ঋণ ছাড়া বাইরের পাওনা দারের টাকা পরিশোধ করতে নিজের শেষ সম্বল জমি বিক্রিরও সিদ্ধান্ত নিয়েছেন আবুল কালাম। তবে জমি বিক্রির জন্য বাড়ি যাওয়ার উপায় নেই তার।বাড়িতে গেলেই অপমান-অপদস্ত হতে হবে। এমনকি পাওনাদাররা গায়েও হাত তুলতে পারেন এমন আশঙ্কা করছেন তিনি। এ অবস্থায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে সরকারি সহযোগিতা ও ঋণের সুদ মৌকুফসহ দীর্ঘ মেয়াদী কিস্তিতে টাকা পরিশোধের সুযোগ চান তিনি।
আবুল কালাম জানান, ২০০০ সালের দিকে নলবুনিয়া মৌজায় প্রায় তিন একর জমিতে মাছ এবং ৫০ শতাংশ জমিতে পানের বরাজ করি। পূজির অভাবে ভালভাবে চাষ করতে পারতাম না। পরবর্তীতে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ৯৫ হাজার টাকা ঋণ গ্রহন করি। ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরে ঘেরে থাকা প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ ভেসে যায়। নষ্ট হয়ে যায় দেড় লক্ষাধিক টাকা ব্যয়ের পানের বরাজ।তারপরও হাল ছাড়িনি, মাছ ও পানের চাষ করে কোন মতে বেঁচে থাকার চেষ্টা করেছি। কিন্তু ঋণ শোধ করতে পারিনি।৯৫ হাজার টাকার ঋণ এখন সুদে আসলে দুই লক্ষে গিয়ে পৌছেছে।সিডরের পরেও একাধিক প্রাকৃতিক দূর্যোগে বারবার ক্ষতির সম্মুখে পড়েছি।কিন্তু সরকারি কোন সহযোগিতা আমি পাইনি। ২০২০ সালের প্রথম দিকে অবর্ননীয় অর্থ সংকটে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় ব্রাক এনজিও থেকে মাসিক ১৪ হাজার ৫‘শ টাকা কিস্তি প্রদানের শর্তে এক লক্ষ ৫০ হাজার টাকা ঋণ গ্রহন করি। ঘূর্ণিঝড় আম্পানে ঘেরের মাছ ভেসে যাওয়ার পরেও চারটি কিস্তি দিয়েছিলাম। কিন্তু জোয়ারের পানিতে আবারও ঘেরের মাছ ভেসে যায়, নষ্ট হয়ে যায় বরাজের পান। আর কিস্তি দিতে পারিনি। এখন কিস্তির চাপে আর বাড়িতে থাকতে পারছিনা। পালিয়ে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়।এর বাইরেও স্থানীয় একাধিক ব্যক্তি টাকা পাবে। এই অবস্থায় কি করব জানিনা। বাড়িতে না যেতে পারলে অন্যান্য সম্পদও নষ্ট হয়ে যাব। এখন কি করব জানি না। এভাবে পালিয়ে থাকতে হলে মৃত্যু ছাড়া আর কোন উপায় থাকবে না বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
এতসব প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও সরকারি কোন সহযোগিতা পাইনি। সরকারি কিছু সহযোগিতা পেলে হয়ত আবারও ঘুরে দাড়াতে পারতাম।এই অবস্থায় জীবনে ভালভাবে বেঁচে থাকার জন্য প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন নিস্ব মাছ চাষী আবুল কালাম।
ব্রাকের শরণখোলা কার্যালয়ের ক্রেডিট কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ঋণ গ্রহিতা আবুল কালাম কিস্তি দিচ্ছেনা ঘুরাচ্ছে। কিস্তি দেড়িতে দেওয়ার জন্য সময়ের আবেদনও করেনি। জোয়ারের পানিতে তার কিছুটা ক্ষতি হয়েছে তা সত্য। কিস্তি আনতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায় না।