বাগেরহাটের চিতলমারীতে বিটিসিএল অফিসের ভিতরে বাবলা গাছে গলায় রশি দেয়া এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টায় মৃতের সুরতহাল শেষে লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
চিতলমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক জানান, সকাল ৭ টার দিকে বিটিসিএল অফিস চত্বরের বাবলা গাছে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করা যাচ্ছে।