লাকসাম পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা উত্তর লাকসাম, লাকসাম বাজার -পেয়ারাপুর নিয়ে ৪নং ওয়ার্ড গঠিত। লাকসাম পৌরসভা বর্তমান পরিষদের মেয়দা পূর্ণ প্রায় শেষ। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা এখনো না করলেও লাকসাম পৌরসভার ৯টি ওয়ার্ডে আসন্ন পৌরসভা নির্বাচন কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মাঝে চলছে জলপনা কল্পনা ও কানাঘুষা। গুরুত্বপূর্ণ এই ৪নং ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর পদে নির্বাচন করতে চান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ভদ্র, নম্র মিষ্টভাসী উত্তর লাকসাম হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা হাজী মো: সফি উল্যাহ। তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি লাকসাম বাজার আঁখি ফ্যাশন এ- বোরকা হাউজ এর সত্তাধিকারী এবং লাকসাম বাজার মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি। তিনি স্বপ্নের ৪নং ওয়ার্ড গড়তে সকলের আন্তরিক সমর্থন ও দোয়া কামনা করে কাউন্সিলর প্রার্থী হতে চান হাজী মোঃ সফি উল্যাহ। বিএনপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হাজী মো: সফি উল্যাহ জানান আমার প্রিয় দল বিএনপি। আমি বিএনপির মনোনয়ন চাই এবং প্রত্যাশি। বিএনপি আমাকে মনোনয়ন দিলে এবং আমার উধ্র্ধতন নেতৃবৃন্দ ও স্থানীয় ওয়ার্ড নেতা কর্মীদের সমর্থন পেলে আমি স্বপ্নের ৪নং ওয়ার্ড গড়তে আন্তরিক ভাবে চেষ্টা করবো। নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য কাজ করে যাবো।