লাকসাম পূর্ব বাজার স্থানীয় যুবকদের উদ্যোগে লাকসাম সরকারি পাইলট উচ্চবিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গনে পবিত্র ঈদণ্ডই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে চরমোনাই পীরের বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল অনুষ্ঠিত মাহফিলে প্রধান ওয়ায়েজিন ছিলেন চরমোনাই পীর আলহাজ্ব মাও: মো: ফজলুল করিম।বিশেষ ওয়ায়েজিন ছিলেন পূর্ব বাজার লাকসাম স্কুল জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাও: আবদুল ওয়াদুদ মীর। মাহফিলে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট ও সমাজসেবক হাজ্বী মো: সফি উল্যাহ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব অলি উল্যাহ মুজাহিদ, ব্যবসায়ী মো: জামাল হোসেন প্রমুখ। মাহফিলে এলাকার সর্বস্তরের জনগন অংশগ্রহণ করেন। মাহফিলে দেশের শান্তি কামনায় চরমোনাই পীর আলহাজ্ব মাও: মো: ফজলুল করিম বিশেষ দোয়া করেন।