মনিরামপুরে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ প্রকাশ বাগচী (৪০) নামের এক কারবারীকে আটক করেছেন। এ সময় তার নিকট থেকে গাঁজা বিক্রির টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। আটক প্রকাশ বাগচী উপজেলা বাহাদুরপুর গ্রামের প্রফুল্ল বাগচীর পুত্র।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম সারোয়ার হুসাইন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার দিকে উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ প্রকাশ বাগচীকে আটক করা হয়। আটকের পর তাকে মনিরামপুর থানায় সোপর্দ করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।