স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, মরিরামপুরের আপামর জনগণের ভালবাসা আর ধর্ম-বর্ণ নির্বিশেষে মসজিদ-মন্দিরে দোয়া ও প্রার্থনার কারনে আমি এবং আমার পরিবারের সদস্যরা করোনা থেকে দ্রুত আরগ্য লাভ করতে পেরেছি। যে কারনে আমি আবারো আপনাদের কাছে ঋণি হয়ে গেলাম। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন বাহক হিসেবে আমি মনিরামপুরের সার্বিক উন্নয়নে আপনাদের পাশে থাকব। মঙ্গলবার বিকেলে উপজেলা পাট গবেষণা ইনষ্টিটিউট চত্ত্বরে আয়োজিত মনিরামপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানে তিনি এসব কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান সার্বিক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। প্রভাষক ফিরোজ আহম্মেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর প্যানেল মেয়র কামরুজ্জামান কামরুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, আ’লীগ নেতা এ্যাড. বশীর আহমেদ খান, মনিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গাজী মোহাম্মদ আলী, শামসুল হক মন্টু, উপজেলা যুবলীগের সাবেক সাধরণ সম্পাদক স,ম, আলাউদ্দীন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান, ছাত্রলীগ নেতা হাদিউজ্জামন ফয়সাল প্রমুখ।
প্রতিমন্ত্রীর কৃতজ্ঞতা, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেয়। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন লাউড়ি-রামনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কে,এম মুফিজুর রহমান।