খুলনার পাইকগাছায় শিববাটি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার শিববাটি পুরাতন গোডাউন হতে শিবশা ব্রিজ পর্যন্ত এক কি.মি. ওয়াবদা রাস্তার সংস্কারের দাবিতে শিববাটি বটতলায় আনোয়ারুল ইসলামের সঞ্চানায় পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ সানা এর সভাপতিত্বে ও এলাকাবাসীর উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।
জানা যায়, দীর্ঘ দেড় বছর আগে ওই রাস্তাটি পিচের কাপেটিং এর জন্য খান ট্রেডাস নামের প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে কাজ পায়। তার পর প্রায় এক বছর যাবত সমস্ত রাস্তা খুড়ে শুধু ইটের খোয়া দিয়ে রেখেছে। যা বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন রাস্তায় কোনো পিচ না দেওয়ায় এলাকার সাধারন মানুষের চরম ভোগান্তির শিকার হচ্ছে। তা ছাড়া রাস্তাটি শিব বাটি ব্রিজ থেকে পৌর সদরের বাইপাস হওয়ায় প্রতি দিন শত-শত ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেল, পথচারী চলাচল করে থাকে। মানবন্ধনে এলাকাবাসী বলেন, দীর্ঘ এক বছর আগে রাস্তার কাজে হাত দিলেও সেখানে শুধু ইটের খোয়া ছাড়া কোথাও কোনো পিছ দেওয়া হয়নি। বর্তমানে রাস্তাটি ভাঙ্গাচুরা ও বেহাল দশায় পরিণত। চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না। দ্রুত রাস্তাটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ ন্ডল, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সভাপতি দেব্রত রায় দেবু, ষোলোআনা ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরদার, প্রভাষক বজলুর রহমান, শ্রমিক নেতা মিথুন মধু, ষোলআনা সমিতির পরিচালক ময়নুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ দাশ, কোমল কান্তি মন্ডল, অজিত কুমার মন্ডল, ছাত্র নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, মুক্ত অধিকারী, রাম কৃষ্ণ বাছাড়, রুহুল আমিন, দেলোয়ার ও নুর আলিম প্রমুখ। এ সময় শিববাটি পুরাতন গোডাউন থেকে শুরু করে শিবিাটি বটতলা পর্যন্ত ১ কি.মি. ভাঙ্গা রস্তাটি অবিলম্বে পিচ দিয়ে কাজ শেষ করার দাবি জানান। রাস্তার বিষয় ঠিকাদার মোঃ মোশারাফ আলম খান বাচ্চু বলেন করোনা এবং বর্ষার কারণে কাজ করা সম্ভব হয়নি, তবে আগামী দু'এক দিনের মধ্য পূণরায় কাজ শুরু হবে।