সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৫ জন আহত হয়েছে, সেই সাথে দু’পক্ষের বেশ কিছু বাড়ি-ঘর ভাঙচুর হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামের সেলিম ও শামীম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে আবারো মঙ্গলবার সকালে মজিবর রহমানের বাড়ী-ঘর ভাঙচুর হয়। এ সময় দু’পক্ষই মুখোমুখী হলে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় পরিস্থিতি ধমধমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি দখল ও বিভিন্ন হাউজিং কোম্পানীর মাটি ভরাট নিয়ে চালতিপাড়া গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে মো. সেলিম এবং একই গ্রামের মৃত লালচান শেখের ছেলে লিটন শেখের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র দা, চাপাটি, টেঁটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংষের ঘটনা ঘটে।এ সময় লিটন শেখ (৩২),পলাশ (৩০), সজিব (৩৩), মজিবর রহমান (৫০), অনিক (২৩) আহত হয়। আহতদের বেশীর ভাগ ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আহত লিটন শেখের অবস্থা আশষ্কা জনক বলে জানাগেছে।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, বিভিন্ন হাউজিং কোম্পানীর মাটি ভরাট ও আধিপত্য বিস্তারে মুলত এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত লিটন শেখ লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছে। লিটন শেখের ভাই শামীম শেখ বাদী হয়ে মামলা করেছে। একজন আটক আছে।