মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও ইমামদের সাথে মত বিনিময় সভা এবং ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক। মত বিনিময় সভায় বাল্যবিবাহ, ধর্ষণ, নারী নির্যাতন, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা এবং করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক, প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল।
এরপর দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিস থেকে উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গুচ্ছ গ্রামের ১৫ জন ভূমিহীনদের মাঝে জমির দলিল, নামজারি, ডিসিআর হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।